ক্যাম্পে রোহিঙ্গার বসতঘরে মিলল ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১০:২৪ এএম

ইয়াবাসহ গ্রেপ্তারকৃত রোহিঙ্গা যুবক। ছবি: কক্সবাজার প্রতিনিধি

ইয়াবাসহ গ্রেপ্তারকৃত রোহিঙ্গা যুবক। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবকের বসতঘরে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এপিবিএন।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ হারেছ (৩৫) ক্যাম্প-১৫ এর বাসিন্দা আবুল বাছেরের ছেলে। 

গত শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে  ১১ টার দিকে উখিয়ার  ক্যাম্প-১৫ এর ই/৪ ব্লকে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোহাম্মদ হারেছ এর বসতঘর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

গতকাল শনিবার (১৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৫ এলাকায় অভিযান পরিচালনা করে রোহিঙ্গা হারেছের বসতঘর থেকে ১০ হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রোহিঙ্গা হারেছের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা৷

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh