নবগঠিত সরকারকে অভিনন্দন হাবিপ্রবির গণতান্ত্রিক শিক্ষক পরিষদের

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ১০:৪৫ এএম

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: হাবিপ্রবি প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: হাবিপ্রবি প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে আওয়ামী লীগ কর্তৃক নবগঠিত সরকারকে। 

গতকাল বুধবার (১৭ জানুয়ারি) গণতান্ত্রিক শিক্ষক পরিষদের এডহক কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. মোস্তাফিজার রহমান এবং এডহক কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. শ্রীপতি সিকদার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবগঠিত সরকার ও মন্ত্রীসভাকে অভিনন্দন জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে তারা আরো বলেন, ৭ জানুয়ারি ২০২৪ তারিখ অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে ২২৩ টি আসনে টানা চতুর্থ বারের মতো ঐতিহাসিক জয়লাভ করায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ নির্বাচিত সকল মাননীয় সংসদ সদস্যকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh