বইমেলায় বাজছে বিদায়ের সুর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৪ পিএম

অমর একুশে গ্রন্থমেলা।

অমর একুশে গ্রন্থমেলা।

বিদায়ের সুর বাজছে অমর একুশে গ্রন্থমেলায়। পাঠক, দর্শনার্থী ও লেখকদের সমাগমে শেষ সময়ে এসে আর প্রাণবন্ত মেলা প্রাঙ্গণ। প্রতিটি স্টলেই ব্যস্ত সময় পার করছেন পাঠক, লেখক ও প্রকাশকরা। 

একেবারে শেষ দিকে চলে এসেছে অমর একুশে গ্রন্থ মেলা। তাই পাঠকরাও পছন্দের বই সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন। পাঠকপ্রিয় বইয়ের পাশাপাশি, স্টল খুঁজে খুঁজে পরিচিত লেখকদের বইও কিনছেন অনেকে। এবারের মেলা শুরু থেকেই পাঠক-বইপ্রেমীদের পদচারণায় মুখর। তাই বেচাবিক্রিও অন্যবারের তুলনায় বেশি। ব্যস্ত সময় পার করছেন লেখক, প্রকাশকরাও। 

কেউ কেউ আসেন পুরো বছরের বই সংগ্রহের উদ্দেশ্যে, একেবারে তালিকা নিয়ে। আবার কেউ আসেন মেলায় ছাড়ের সুযোগে আরো কিছু বই নিতে। এবারের মেলায় কবিতা, গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশনসহ প্রায় সব ধরনের বইই পাঠকপ্রিয়তা পেয়েছে। 

প্রতিবছরই বাড়ছে মেলার পরিধি, প্রকাশ পাচ্ছে হাজার হাজার নতুন বই। কিন্তু লেখা বা বইয়ের মান নিয়েও উঠছে প্রশ্ন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh