বেতন বাড়ছে বিসিবি নির্বাচকদের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ১২:২৫ পিএম

গাজী আশরাফ হোসেন লিপু, আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। ছবি: সংগৃহীত

গাজী আশরাফ হোসেন লিপু, আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। ছবি: সংগৃহীত

গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে চলতি মাসের শুরু থেকে বিসিবির নতুন নির্বাচক প্যানেল দায়িত্ব পালন শুরু করেছে। প্রধান নির্বাচক হিসেবে এই প্যানেলে লিপুর সঙ্গে রয়েছেন হান্নান সরকার ও আব্দুর রাজ্জাক। 

গতকাল শনিবার (৯ মার্চ) দশম বোর্ড সভায় নতুন নির্বাচকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে  টাকার অংক কতটা বাড়ানো হবে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

জানা যায়, প্রধান নির্বাচকের বেতন আগে থেকেই চূড়ান্ত হয়। বাকি দুই নির্বাচকের বেতনও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রধান নির্বাচক লিপু বোর্ড মিটিংয়ে উপস্থিত হওয়া ছাড়া একজন পরিচালকের সব সুযোগ-সুবিধা পাবেন। তার বেতন ধরা হয়েছে ৩ লাখ টাকা।

রাজ্জাক বিসিবির থেকে মাসিক এক লাখের কিছু বেশি বেতন পেতেন। এখনো তাই পান। হাবিবুল বাশারের জায়গায় নির্বাচক প্যানেলে ঢোকা হান্নান সরকারের বেতন রাজ্জাকের চেয়ে বেশি নয়। তারা দুই লাখ টাকা বেতন চেয়েছেন। জানা গেছে, ক্রিকেট পরিচালনা বিভাগ রাজ্জাককে দুই লাখ ও হান্নানকে দেড় লাখ টাকা বেতন দেয়ার প্রস্তাব করেছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh