সব রেকর্ড ভেঙে আইপিএলে হায়দরাবাদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১০:৪১ পিএম

সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের একটি দৃশ্য। ছবি- সংগৃহীত

সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের একটি দৃশ্য। ছবি- সংগৃহীত

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ২৭৭ রানের পাহাড়সম স্কোর গড়েছে প্যাট কামিন্সের দল।

এর আগে, আইপিএলের সর্বোচ্চ রানছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালে গেইলের দানবীয় ব্যাটিংয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২৬৩ রানকরেছিল বেঙ্গালুরু। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর লখনৌ সুপার জায়ান্টসের। গত বছর পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫ উইকেটে ২৫৬ রানতুলেছিল লখনৌ।

ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ বুধবার (২৭ মার্চ) টস হেরে ব্যাটিংয়ে নামে হায়দরাবাদ। শুরুতেই ঝড় শুরু করেন ট্রাভিস হেড। ১৮ বলে ফিফটি করা হেড থামেন ৬২ রানকরে। ২৪ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৯টি চার ও ৩ ছক্কায়।

আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল রাননা পেলেও তিনে নামা অভিষেক শর্মা ছিলেন হেডের চেয়েও ভয়ঙ্কর। মাত্র ১৬ বলে ফিফটি করেছেন তিনি। শেষ পর্যন্ত ২৩ বলে ৬৩ রানকরে থামেন এই তরুণ। ৩টি চারের পাশাপাশি ৭টি ছক্কা মারেন তিনি।

এরপর মুম্বাইয়ের বোলিং লাইন আপ তচনচ করেন হায়দরাবাদের দুই প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করাম ও ক্লাসেন। ৫৪ বলে অবিচ্ছিন্ন ১১৬ রানের জুটি গড়েন তারা। শেষ পর্যন্ত ৩৪ বলে ৮০ রানে অপরাজিত ছিলেন ক্লাসেন। ৪টি চারের পাশাপাশি ৭টি ছক্কা মারেন তিনি। ২৩ বলে করেন হাফ সেঞ্চুরি। আরেক পাশে ২৮ বলে ৪২ রানে অপরাজিত থাকেন মার্করাম। তাতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৭ অপরাজিত থাকেন মার্করাম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh