মানিকগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৫:২৯ পিএম

অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি

অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি

ঈদকে সামনে রেখে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও মানিকগঞ্জ পৌরসভা।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১১টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম। এসময় চাঁন হোটেল, আল মোবারক হোটেলের সামনের অংশ ভেঙে দেওয়া হয়। সেইসাথে ফুটপাতে গড়ে ওঠা ফলের দোকানসহ বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা গেছে, একটি অসাধু চক্রের সহায়তায় বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে হোটেল রেস্তোরাঁ ও ফলের দোকানসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। এতে যানবাহন ও যাত্রী সাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। বিষয়টি অবৈধ যানবাহন ও ভ্রাম্যমাণ দোকানপাট অপসারণ কমিটির নজরে এলে তারা অপসারণের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে পৌরসভার প্যানেল মেয়র তসলিম হৃদয় বলেন, শহরকে যানজট মুক্ত করতেই আমাদের এই অভিযান। একটি চক্র অবৈধভাবে দোকানপাট বসিয়ে শহরে যানজট তৈরি এবং শহরের সৌন্দর্য নষ্ট করছে। ঈদে যানবাহন ও জনগণের চলাচল নিরাপদ করতে এ অভিযান পরিচালনা হয়েছে। 

সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম বলেন, জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানাসহ পৌরসভার কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh