নেত্রকোণায় ২৯৫ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ৩

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৭:২৭ পিএম

ভারতীয় চিনিসহ গ্রেপ্তারকৃতরা। ছবি: নেত্রকোণা প্রতিনিধি

ভারতীয় চিনিসহ গ্রেপ্তারকৃতরা। ছবি: নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় পুলিশের অভিযানে ২৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে নেত্রকোণা জেলা পুলিশের মিডিয়ার মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফুর রহমান জানান, কলমাকান্দা থানা পুলিশের অভিযানে একটি ট্রাকসহ ২৯৫ বস্তা ভারতীয় চিনি (যার প্রতিটি বস্তা ওজন পঞ্চাশ কেজি) জব্দ করা হয়। এসময় রংপুর জেলার মৃত লুৎফর রহমানের ছেলে মো. গোলাম হোসেন (৩৩), নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার কুটুয়াকান্দা দেউলি গ্রামের শাহজাহানের ছেলে শাহিন আলম (২৭), রংপুর জেলার মো. নয়া মিয়ার ছেলে রনিকে (২৭) আটক করা হয়।

তিনি আরো জানান, এ বিষয়ে নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু  করা হয়। আসামিদের নেত্রকোণা জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh