রাজশাহীসহ কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১১:৪৭ পিএম

রিখটার স্কেল। ফাইল ছবি

রিখটার স্কেল। ফাইল ছবি

রাজশাহীসহ দেশের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, রাত ৮টা ৫ মিনিটে এই ভূমিকম্প হয়।

রাজশাহী ছাড়া চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, মেহেরপুর, কুষ্টিয়া ও পাবনা জেলায় ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। মৃদু ভূমিকম্প হওয়ায় এর কম্পন অনুভূত হয়নি অনেকের।

ভারতের নদীয়া জেলার উত্তমপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এখন পর্যন্ত এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা রহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত ৮টার পরে মৃদু ভূমিকম্প হয়েছে কিনা, এটার মাত্রা কত এ বিষয়ে জানতে অনেকেই যোগাযোগ করেছেন। তবে আমাদের এখানকার সেন্সরে ভূমিকম্প রেকর্ড হয়নি। বিষয়টি ঢাকা অফিস নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh