খালিশপুর জুট মিলের সাবেক জিএমের ৩ বছর কারাদণ্ড

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খুলনায় ঘুষ গ্রহণের মামলায় খালিশপুর জুট মিলের সাবেক জিএম ও প্রকল্প প্রধান মোস্তফা কামালকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে তিন হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এই রায় প্রদান করেন। রায় ঘোষণাকালে মোস্তফা কামাল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলায় দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

২০১৯ সালে মিলের গার্ড কমান্ডার নুরুল আমিনের কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন মোস্তফা কামাল। ঘুষ না দিলে তাকে গার্ড কমান্ডার পদ থেকে সরিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। অভিযোগের প্রেক্ষিতে ২০১৯ সালের ৫ নভেম্বর ১০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে হাতেনাতে প্রকল্প প্রধানকে গ্রেপ্তার করে দুদক। এ ঘটনায় খালিশপুর থানায় মামলা হয়। 

২০২০ সালের ১৭ অক্টোবর তদন্তে প্রকল্প প্রধান মোস্তফা কামালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় দুদকের উপ-পরিচালক নাজমুল আহসান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh