ইন্দোনেশিয়ায় আবারও অগ্ন্যুৎপাত, ৬টি বিমানবন্দর বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৪, ০৮:০৭ পিএম

ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরি। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরি। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে রুয়াং আগ্নেয়গিরি থেকে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এর ফলে ছয়টির বেশি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল থেকে আগ্নেয়গিরি থেকে লাভা উদ্‌গীরণ ও আশপাশে ছাই ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়।

এদিকে, ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ছয়টির বেশি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছাই মালয়েশিয়ার পার্শ্ববর্তী বোর্নিও দ্বীপ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সুনামি আশঙ্কায় কর্তৃপক্ষ ২ হাজার স্থানীয়কে অন্যত্র সরিয়ে নিচ্ছে।

আজ বুধবার (১ মে) কর্মকর্তারা জানিয়েছেন, মাউন্ট রুয়াং থেকে মঙ্গলবার তিন দফা অগ্ন্যুৎপাত হয়েছে। লাভা ও ছাই আকাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh