স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৪, ১১:০১ পিএম

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি- পঞ্চগড় প্রতিনিধি

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি- পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রায় ১০ হাজার মুসল্লির অংশগ্রহণে ফিলিস্তিনি মুসলমানদের উপর অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১০ মে) দুপুরে জুমার নামাজ শেষে দেবীগঞ্জ বাজার জামে মসজিদের সামনে থেকে তৌহিদি জনতার ব্যানারে কয়েক হাজার মুসল্লির অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দেবীগঞ্জ বাজার এবং গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের শুরুতে বাংলাদেশ ও ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং আগ্রাসী ইসরাইলের পতাকা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশের সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম নূরুজ্জামান, দেবীগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু মুসা আসারী ফিলিস্তিনের পক্ষে বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে মাওলা আবু মুসা আসারী বিক্ষোভ সমাবেশে উপস্থিত কয়েক হাজার মুসল্লিকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মহান আল্লাহ তায়ালার দরবারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সহযোগিতা কামনা করেন এবং ইসরাইলের হামলায় শাহাদাত বরণ করা সকল শহীদদের জান্নাতবাসী হিসেবে কবুল করার আকুতি জানান। এছাড়া ইসরাইলের আগ্ৰাসনের হাত থেকে নিরীহ ফিলিস্তিনিদের রক্ষায় আল্লাহর সহযোগিতা কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh