নির্বাচনের কারণেও পণ্যের দাম বাড়ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৭:১০ পিএম | আপডেট: ২৩ মে ২০২৪, ০৭:১২ পিএম

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ছবি: সংগৃহীত

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ছবি: সংগৃহীত

বাজারে ৫৩ টাকার নিচে মিলছে না মোটা চাল। ডিমের ডজন ১৫০ টাকারও বেশি। চড়া সবজির দামও। আর মাংসের বাজার তো নাগালের বাইরে। সব মিলিয়ে বাজার করতে নাভিশ্বাস ক্রেতাদের। এমন পরিস্থিতে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজেটে শুল্ক কাঠামো যৌক্তিক করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। 

আজ বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে রাজধানীতে এক কর্মশালা শেষে এ কথা জানান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

তিনি বলেন, তেল-চিনিসহ অতি প্রয়োজনীয় পণ্যের দাম যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে জন্য এনবিআরকে অনুরোধ করা হয়েছে। চলমান উপজেলা নির্বাচনের কারণেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে বলে মনে করেন তিনি। 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ট্যারিফের কম বেশি করায় দ্রব্যের মূল্যও কম বেশি হয়। এটা যেন আমরা স্থিতিশীল রাখতে পারি এটার রিফ্লেকশনটাই আমরা এনবিআরের কাছে চেয়েছি। আমরা আশা করি, এনবিআরের কাছ থেকে আগামী বাজেটে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় যেন নিত্য পণ্যের দাম আমরা রাখতে পারি সে ধরনের একটা যৌক্তিক কর ব্যবস্থা আমরা পাব।’ 

ঈদ উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। 

উল্লেখ্য, নিত্যপণ্যের বাজারের অস্থিরতা তো কমছেই না বরং প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। সরকারের নানা হুঁশিয়ারিতেও থামছে না দাম বাড়ার প্রবণতা। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh