আশুলিয়ায় ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

সাভার প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৪, ০১:২১ পিএম

ফেনসিডিলসহ গ্রেপ্তারকৃত ব্যক্তি। ছবি: সাভার প্রতিনিধি

ফেনসিডিলসহ গ্রেপ্তারকৃত ব্যক্তি। ছবি: সাভার প্রতিনিধি

ঢাকার সাভারের আশুলিয়ায় ৩৯৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

গতকাল সোমবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাটোরের নাসির উদ্দিন (৪৫) ও ঠাকুরগাঁওয়ের মো. জাকির হোসেন (২৫)।

র‍্যাব জানায়, গত ২৬ মে বিকেলের দিকে আশুলিয়ার জিরানী ও পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তা রাকিব মাহমুদ খান বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা প্রকাশ্য দিবালোকে ওষুধ ফার্মেসি ও ফলের ব্যবসার আড়ালে সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য ছিল। তারা দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ আশপাশের এলাকায় বিক্রি করতো।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh