মেঘনা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ০৩:১৪ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চ ঘাটের মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৩ জুন ) সকালে উপজেলার বেতুয়া লঞ্চ ঘাটের উত্তর পাশ থেকে অজ্ঞাত এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বেতুয়া লঞ্চঘাটের উত্তর পাশে মেঘনা নদীর পাড়ে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ১৭ থেকে ১৮ বছর বয়সের অজ্ঞাত যুবকের মরদেহ  উদ্ধার করে।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখওয়াত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh