ব্যাটিং বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ১০:৫৪ পিএম

নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার লক্ষ্য মাত্র ১০৪ রানের। তবে নেদারল্যান্ডসের বোলাররা রান তাড়ার শুরুতেই প্রোটিয়াদের চাপে ফেলে দিয়েছেন। ৩ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছে দক্ষিণ আফ্রিকা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেটে ৮ রান। ত্রিস্তান স্টাবস ৩ আর হেনরিখ ক্লাসেন ৩ রানে অপরাজিত আছেন।

রান তাড়ায় নেমে প্রথম বলেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক পড়েন রানআউটের ফাঁদে। পরের ওভারে রিজা হেনড্রিকসকে (১০ বলে ৩) বোল্ড করেন লগান ফন বিক।

তৃতীয় ওভারে আরও এক উইকেট হারায় প্রোটিয়ারা। এবার ভিভিয়ান কিংমার লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন অধিনায়ক এইডেন মার্করাম (৩ বলে ০)।

এর আগে বার্টম্যান-নরকিয়া-জানসেনদের পেস আক্রমণে দিশেহারা হয়ে পড়ে নেদারল্যান্ডস। ১৭ রানে ৩ আর ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা।

সেখান থেকে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট আর লগান ফন বিকের ৪৫ বলে ৫৪ রানের জুটিতে মান বাঁচায় ডাচরা। এঙ্গেলব্রেখট ৪৫ বলে করেন ৪০, ফন বিক ২২ বলে ২৩। শেষ পর্যন্ত ৯ উইকেটে নেদারল্যান্ডস তুলে ১০৩ রান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh