টি-২০ বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৮:১৫ পিএম | আপডেট: ১০ জুন ২০২৪, ০৮:১৬ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে আগে ফিল্ডিং করবে টাইগাররা। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। 

এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

এই ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। আগের ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। তার জায়গায় একাদশে ফিরেছেন জাকের আলি। 

প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২ উইকেটের রোমাঞ্চকর জয়ের স্বাদ পায় বাংলাদেশ। আজ জিতলে সুপার এইটের পথ আরও মসৃন হবে টাইগারদের।  

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান, জাকের আলী, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজ রহমান

দক্ষিণ আফ্রিকা একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরকিয়া ও অটনিল বার্টম্যান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh