ঘূর্ণিঝড় রেমালে ৭ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৯:২৫ পিএম

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি। ছবি: সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (১৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঘূর্ণিঝড় রেমালের সার্বিক ক্ষয়ক্ষতির হিসাব হস্তান্তর করা হবে।

আজ বুধবার (১২ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি বিষয়ে’-বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সার্বিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। ঘূর্ণিঝড়ের সব ক্ষতিকে একত্রিত করে প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হবে। প্রায় ৯০ শতাংশ হিসাব পাওয়া গেছে।

প্রতিমন্ত্রী বলেন, গতকাল (মঙ্গলবার) পর্যন্ত ৭ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসাব এসেছে। রেমালে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বেড়িবাঁধের। এছাড়া উপকূলীয় মৎস্য সম্পদেরও বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। কোটি কোটি টাকার মাছের ঘের নষ্ট হয়েছে। ঘূর্ণিঝড়ে অসংখ্য বেড়িবাঁধ, রাস্তাঘাট ও বাড়িঘর নষ্ট হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh