কোরবানির মাংস নিয়ে মারামারি, নারীসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ১০:০৬ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে সামাজিক ভাগের মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে সামাজিক ভাগের মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে সামাজিক ভাগের মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া গ্রামের বেহুলাপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বেহুলাপাড়ার আলামিন (২৮), মোছা আকলিমা খাতুন (৫৫), মামুন (৩২), আব্দুল আলীম (৩৫), মনিরুল ইসলাম (২৬), শান্ত হোসেন (২২) প্রমুখ। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় ছয়জনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিনসাড়া গ্রামের বেহুলাপাড়ার সামাজিক ভাগের মাংশ ভাগাভাগির সময় ওই পাড়ার মোতালেব হোসেন নামের একজন মাংস নিতে আসা নারীদের আগে মাংস দিতে বলেন। এ সময় ওই সমাজের মাতব্বর মো. আব্বাস আলী তালিকা ধরে যেমনভাবে আছে তেমনভাবে মাংস ভাগাভাগির কথা বলেন। এ নিয়ে মোতালেব হোসেনের সঙ্গে আব্বাস আলীর তর্ক বেঁধে যায়।

এক পর্যায়ে নারীদের আগে মাংস দেওয়া না দেওয়া নিয়ে সমাজের কিছু সদস্য বিভক্ত হয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠি দিয়ে মারপিট ও দেশীয় অস্ত্রের আঘাতে দুই পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম জানান, এখনও দুই পক্ষের কেউ থানায় অভিযোগ করতে আসেননি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh