ঈদের দিন সৈকতে নেমে কিশোর নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৪, ১২:০৭ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ রয়েছেন। ঈদের দিন গতকাল সোমবার (১৭ জুন) দুপুর ১টার দিকে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ তথ্য জানিয়েছেন।

নিখোঁজ মোহাম্মদ তারেক (১৪) নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, সকালে ঈদের নামাজ শেষে তারেকসহ ৭ বন্ধু সৈকতে বেড়াতে আসেন। ঘুরাঘুরির একপর্যায়ে তারা সৈকতে গোসল করতে নামেন। এসময় সৈকতের স্রোতে তারেক ভেসে যান। আর অন্য বন্ধুদের চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন উদ্ধারের চেষ্টা করেও তার খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ কিশোরের সন্ধান করতে সৈকতে দায়িত্বরত বিচ কর্মীরা কাজ করছেন বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh