পাকিস্তানেও হবে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৬:৫৯ পিএম | আপডেট: ১৯ জুন ২০২৪, ০৭:০১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ পাকিস্তানেও হবে। এ জন্য প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদে ইরানের দূতাবাস।

ইরনার প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে ইরানের দূতাবাস এবং পাকিস্তানের ৪টি শহরে ২৮ জুনের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এ জন্য কনস্যুলেট-জেনারেলরা প্রস্তুতি নিচ্ছেন। বুধবার দেশটির রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিরি মোগাদ্দাম বলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইসলামাবাদে ইরানের দূতাবাস এবং করাচি, লাহোর, পেশোয়ার ও কোয়েটায় ৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে।

করাচিতে সবচেয়ে বেশি ইরানি অবস্থান করেন। তাই মূলত এ ভোটকেন্দ্রে বেশি ভিড় হবে। সেই অনুযায়ী ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইরানে ভোট দেওয়ার বয়স ১৮ বছর। এ জন্য জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র লাগে। তবে পাকিস্তানে বসবাসরতদের ক্ষেত্রে সেসব না থাকলেও সমস্যা নেই। তাদের পাসপোর্ট দিয়ে ভোট দিতে পারবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh