মারা গেছেন বিসিবির পরিচালক আলমগীর খান আলো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৭:২৫ পিএম

আলমগীর খান আলো। ছবি: সংগৃহীত

আলমগীর খান আলো। ছবি: সংগৃহীত

বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিসিবির পরিচালক আলমগীর খান আলো আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সকালে রাজধানীর বনানীর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

আজ বুধবার (১৯ জুন) বিসিবি এক সংবাদ বিবৃতির মাধ্যমে আলমগীরের মৃত্যুর খবরটি জানায়। একাধিক মেয়াদে বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া আলমগীরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বিকেল ৩টায় বারিধারা ডিওএইচএস মসজিদে। এরপর দাফনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় বরিশালে।

মৃত্যুকালে আলোর বয়স হয়েছিল ৭২ বছর। বরিশাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদেও ছিলেন। কয়েক মেয়াদে তিনি ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

আলমগীর খান আলো দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তিনি ক্রিকেটের পাশাপাশি ফুটবল ফেডারেশনের সঙ্গেও যুক্ত ছিলেন। কয়েক মেয়াদেই তিনি ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh