আট দিন পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৭:১৩ পিএম

হিলি স্থলবন্দর। ফাইল ছবি

হিলি স্থলবন্দর। ফাইল ছবি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আটদিন বন্ধ থাকার পর ফের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

আজ শনিবার (২২ জুন) দুপুর ১২টার দিকে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

হারুন উর রশিদ জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত ১৪ থেকে ২১ জুন পর্যন্ত হিলি বন্দর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো। আজ ২২ জুন থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হয়েছে। ফলে বন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

এদিকে স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, বেলা ১২টার পর ভারত থেকে বেশকিছু পণ্যবাহী ট্রাক বন্দরের ওয়্যারহাউজে প্রবেশ করেছে। এতে বন্দর এলাকায় কর্মচঞ্চল্য ফিরে এসেছে। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিতে আসা ট্রাকগুলো বন্দরের বিভিন্ন পয়েন্টে ভিড়তে শুরু করেছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, সরকারের শুল্ককর পরিশোধ করে ব্যবসায়ীরা যাতে দ্রুত তাদের পণ্য গন্তব্যে নিতে পারেন সেজন্য দ্রুততার সঙ্গে আমদানিকৃত পণ্য খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh