শুরুতেই চাপে সাকিব-শান্তরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৯:৩২ এএম

চারে নেমে গোল্ডেন ডাকে ফিরেছেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

চারে নেমে গোল্ডেন ডাকে ফিরেছেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

১১৬ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথমেই চাপে পরেছে টাইগাররা। ৩.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩১ রান। উইকেটে আছেন লিটন দাস ও সৌম্য সরকার।

বাংলাদেশকে সেমিতে খেলতে হলে ১২.১ ওভারের মধ্যে এই লক্ষ্য তাড়া করে জিততে হবে। স্কোর লেভেল করে যদি চার মারতে পারে বাংলাদেশ, তাহলে সময় পাবে ১২.৩ ওভার পর্যন্ত। কিংবা স্কোর লেভেল করে যদি ছক্কা মারতে পারে বাংলাদেশ তাহলে সময় পাবে ১২.৫ ওভার।

১১৬ রানের লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই নাভিন উল হককে চার-ছক্কা হাঁকিয়ে শুরু করেন লিটন দাস। তবে পরের ওভারেই ফজল হক ফারুকিকে উইকেট দিয়ে আসেন তানজিদ তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে গুড লেংথে করেছিলেন ফারুকি। সেখানে ব্যাকফুটে খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন তানজিদ তামিম। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

তিনে নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্তও। উইকেটে এসেই বড় শট খেলার চেষ্টা করেন এই টপ অর্ডার ব্যাটার। ইনিংসের তৃতীয় ওভারে নাভিনকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৫ বলে ৫ রান। পরের বলেই সাকিব আল হাসানকেও ফিরিয়েছেন নাভিন। চারে নেমে গোল্ডেন ডাক খেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন।

উল্লেখ্য, বৃষ্টির জন্য আপাতত খেলা বন্ধ রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh