মাত্র ৫৬ রানে অলআউট আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৮:১৩ এএম

এনরিখ নর্কিয়া তুলে নেন রশিদ খানের উইকেট। ছবি: সংগৃহীত

এনরিখ নর্কিয়া তুলে নেন রশিদ খানের উইকেট। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের বোলিং তোপে মাত্র ৫৬ রানেই গুটিয়ে গেছে আফগানরা। ইতিহাসের প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ৫৭ রান।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক রশিদ খান। তবে শুরু থেকেই দাপট দেখাতে থাকে দক্ষিণ আফ্রিকার বোলাররা। চলমান বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা গুরবাজ ম্যাচের প্রথম ওভারেই জেনসেনের বলে হেন্ডরিক্সকে ক্যাচ দিয়ে ফেরেন। তৃতীয় ওভারে নাইবকে ফেরান জেনসেন। 

রাবাদা-নরকিয়াদের বলও সামলে উঠতে পারেনি আফগানরা। দলটির পক্ষে কেবল ওমারজাই (১০) দুই অঙ্কের রান করতে পেরেছেন। ২ রানে আউট হয়েছেন চার ব্যাটসম্যান। প্রোটিয়া বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র ১১.৫ ওভারেই অলআউট হয় আফগানিস্তান।  

দক্ষিণ আফ্রিকার পক্ষে ১.৫ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন তাবরাইজ শামসি। ৩ ওভারে ১৬ রান খরচায় ৩ উইকেট পেয়েছেন মার্কো জেনসেন। দুইটি করে উইকেট পেয়েছেন নরকিয়া ও রাবাদা। 

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এদিন নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউট হয়েছে আফগানিস্তান। এর আগে, ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ৭২ রানে অল আউট হয়েছিল তারা। দশ বছর পর ইতিহাস গড়ার মঞ্চে বিব্রতকর রেকর্ডকে সঙ্গী করলো আফগানিস্তান। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh