নাটোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১০:১০ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে হেরোইন পাচার মামলার রায়ে জুয়েল আলী নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ  তৃতীয় আদালতের বিচারক মো. মাইনুদ্দীন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

অতিরিক্ত পিপি মিজানুর রহমান জানান, ২০২১ সালের ১৯ জুন রাতে নাটোরের বড়াইগ্রামে রয়না পাম্প এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪০০ গ্রাম হেরোইনসহ চালক জুয়েলকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা ও অভিযোগপত্র দাখিলের পর প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক বৃহস্পতিবার এ রায় দেন।

রায়ে জুয়েলকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh