মুম্বাইয়ে বহুতল ভবনে আগুনে ৭ জনের মৃত্যু

ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের একটি ২০তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহত ১৫ জনের বেশি।

আজ শনিবার (২২ জানুয়ারি) সকালের টারদেও এলাকার গোয়ালিয়া ট্যাঙ্কের গাঁধী হাসপাতালের বিপরীতে ভবনে আগুন লাগে। 

পুলিশ জানয়েছে, অগ্নিদগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রের খবর, কমলা বিল্ডিং নামে ওই ২০ তলা ওই আবাসনের ১৮ তলায় সকাল ৭টার দিকে প্রথম আগুন নজরে আসে।

মুম্বাইয়ের মেয়র কিশোরী পেড়নেকর বলেছেন, দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনও পুরো এলাকা ধোঁয়ায় ঢাকা রয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ছয়জন বয়স্ক ব্যক্তি। তাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলে, ১৩টি ইঞ্জিন ও সাতটি জলবাহী ‘জেটি’ প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একে ‘লেভেল-৩’ পর্যায়ের অগ্নিকাণ্ড বলে জানিয়েছেন তিনি। 

পুলিশ জানিয়েছে, আহত ও অসুস্থদের মধ্যে ১২ জনকে স্থানীয় ভাটিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে তিনজন রয়েছেন আইসিইউ-তে। 

প্রসঙ্গত, গত অক্টোবরে দক্ষিণ মুম্বাইয়ের পারেলের লালবাগ এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলে দুপুরে আগুন লেগে কয়েকজনের মৃত্যু হয়েছিল। -আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //