ইমরান খানের গ্রেপ্তার বৈধ না অবৈধ, জানালেন আদালত

ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে ‘বৈধ’ বলে রায় দিয়েছেন। আদালত প্রাঙ্গণের বাইরে থেকে গতকাল মঙ্গলবার (৯ মে) আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খান গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পর এ রায় আসে। 

ইমরান খান লাহোর থেকে ফেডারেল রাজধানী ইসলামাবাদে এসেছিলেন। পাকিস্তানি রেঞ্জার (আধাসামরিক বাহিনী) সদস্যরা কাঁচের জানালা ভেঙে আইনজীবী এবং ইমরানের নিরাপত্তা কর্মীদের মারধর করার পর তাকে গ্রেপ্তার করে নিয়ে যান।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ৭০ বছর বয়সী চেয়ারম্যানের গ্রেপ্তারের একদিন আগে ক্ষমতাধর সেনাবাহিনী তার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা আইএসআই-এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করার অভিযোগ আনে। 

আইএইচসি বিভিন্ন কর্মকর্তাকে তলব করে গ্রেপ্তারের বৈধতা এবং আদালতের ভেতর উপস্থিত কাউকে গ্রেপ্তার করা বৈধ কি না, তা নিয়ে যুক্তি শুনেছেন। মামলার শুনানি শেষে আইএইচসি’র প্রধান বিচারপতি আমের ফারুক রায় সংরক্ষণ করেন এবং দিনের পরের অংশে রায় ঘোষণা করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //