জেনে নিন ইংল্যান্ড-সেনেগালের স্কোয়াড

আল বায়ত স্টেডিয়ামে সোমবার (০৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় ইংলিশদের মুখোমুখি হবে সেনেগাল। এ ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্সের।

গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে হঠাৎ দুশ্চিন্তা ভর করেছে ইংলিশ শিবিরে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, ‘ব্যক্তিগত কারণে সেনেগালের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে থাকছেন না স্টার্লিং।’

আসরের শুরু থেকেই ইংল্যান্ডের শুরুর একাদশে ছিলেন চেলসির এ ফরোয়ার্ড। ইরানের বিপক্ষে একটি গোলও করেছেন তিনি। বেঞ্চে ছিলেন শুধু ওয়েলসের বিপক্ষে ম্যাচে। তবে সেনেগালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার শুরুর একাদশে থাকার সম্ভাবনাই বেশি ছিল।

সেনেগালের বিপক্ষে এখন পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে মাঠে নামেনি ইংল্যান্ড। পরিসংখ্যানের হিসেবে তাই শক্তিমত্তা যাচাই না করা গেলেও, র‌্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে হ্যারি কেইনরা। ফিফা র‌্যাঙ্কিংয়ে ইংলিশদের অবস্থান পঞ্চম, বিপরীতে আফ্রিকান চ্যাম্পিয়নরা আছে ১৮তম স্থানে। তার ওপর তাদের তারকা ফুটবলার সাদিও মানে নেই দলে। তাই স্টার্লিংয়ের অনুপস্থিতি খুব একটা ঝামেলায় ফেলবে না গ্যারেথ সাউথগেটের শিষ্যদের।

ইংল্যান্ড স্কোয়াড: জর্ডান পিকফোর্ড, হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, লুক শ, কাইল ওয়াকার, হেন্ডারসন, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, ফোডেন, বুকায়ো শাকা।

সেনেগাল স্কোয়াড: এদুয়ার্দ মেন্ডি, আবদু দিয়ালো, কালিদু কৌলিবালি, ইসমাইল জ্যাকবস, ইউসুফ সাবালি, নামপ্যালিস মেন্ডি, দিয়াত্তা, পাথে সিস, বৌলায়ে দিয়া, ইসমাইল সার, ইলিমান এনদিয়ায়ে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //