করোনাকালেও সুখী ৫ দেশ

চলছে বিশ্ব জুড়ে করোনা মহামরী। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে বিশ্ব। এরই মধ্যে জাতিসংঘের ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২১’ তালিকায় প্রকাশ পেয়েছে। সেই তালিকায় উঠে এসেছে মহামারি পরিস্থিতির মধ্যে সুখী বিশ্বের ৫ দেশের নাম। তারা এ কঠিন পরিস্থিতি মোকাবেলা করেও হাসিমুখে থাকার চেষ্টা করছে। জেনে নিন বিশ্বের শীর্ষ ৫ দেশের তালিকা, যারা সবকিছু সত্ত্বেও এখনও বেশ খুশি দিন কাটাচ্ছেন।


ফিনল্যান্ড

ফিনল্যান্ড আবারো বিশ্বের শীর্ষতম সুখী দেশ। টানা চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমা পেল ফিনল্যান্ড। বিশ্বসেরা শিক্ষাব্যবস্থার কারণে ফিনল্যান্ড জনপ্রিয় সবার কাছেই। বর্তমান পরিস্থিতি স্বত্ত্বেও ফিনল্যান্ডের মানুষেরা বেশ সুখী জীবন-যাপন করছে।


সেখানে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যাও কমতে শুরু করেছে। বর্তমানে এ দেশের রেস্তোঁরাগুলোও পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেইসঙ্গে কোভিড-১৯ টিকাদান প্রক্রিয়াও অব্যাহত আছে ফিনল্যান্ডে।



ডেনমার্ক


ডেনমার্ক জুটলান্ড উপদ্বীপের অধিকাংশ এলাকার উপর অবস্থতি একটি ক্ষুদ্র রাষ্ট্র। ডেনমার্কও বিশ্বের সুখী দেশের মধ্যে অন্যতম। বিশ্বের সর্বাধিক বাইক-বান্ধব শহর এ দেশেই। ডেনমার্কের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। সেখানে আছে ঢেউ খেলানো পাহাড়ের সারি, সাজানো গোছানো খামার এবং বিস্তৃত গ্রামীণ সবুজ চারণভূমি।


ডেনমার্ক ধনী ও আধুনিক একটি দেশ। সেখানকার নাগরিকেরা ইউরোপের সবচেয়ে উঁচু জীবনযাত্রার মান উপভোগ করেন। ডেনীয়রা তাদের সীমিত প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারে চাতুর্য ও দক্ষতার পরিচয় দিয়েছে। করোনাকালে তারা কঠিন পরিস্থিতি মোকাবেলায় করছে নিয়মানুবর্তীতার সঙ্গে।


সুইজারল্যান্ড


বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম পাঁচে একমাত্র ইউরোপীয় দেশ হলো সুইজারল্যান্ড। ভ্রমণকারীদের স্বর্গরাজ্য এটি। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবাইকেই মুগ্ধ করে। সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেন এবং চকলেট খ্যাতি বিশ্বজোড়া। দেশটির কোনো নিয়মিত সেনাবাহিনী নেই।


সুইজাল্যান্ডের রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত সুস্থির। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে সেখানে কোভিড-১৯ এ আক্রান্তের হার কমেছে। বর্তমানে এ দেশটিও বিশ্বের সুখী দেশের তালিকায় আছে।


আইসল্যান্ড


বিশ্বের সবচেয়ে সুন্দর একটি দেশের মধ্যে আইসল্যান্ড অন্যতম। সবচেয়ে সুখী দেশের তালিকায় এ দেশের নামটিও আছে। প্রতি বছর অসংখ্য দর্শনার্থীকে আকৃষ্ট করে আইসল্যান্ড। সেখানকার মানুষেরা অনেক বেশি আন্তরিক এবং অতিথিপরায়ণ।


আইসল্যান্ডবাসী মনে করেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তারা সর্বদা একে অন্যের উপর ভরসা রাখেন। এ দেশের জনসংখ্যা মাত্র সাড়ে ৩ লাখ। তারা সবাই একে অন্যের উপর নির্ভরশীল হওয়ার কারণেই দেশটি সুখী দেশের তকমা অর্জন করেছে।


নেদারল্যান্ডস


২০১৩ সালে ইউনিসেফের এক প্রতিবেদন অনুসারে, ডাচ শিশুরা বিশ্বের সবচেয়ে সুখী। এর থেকেই তো স্পষ্ট হয়, সেখানকার মানুষেরা কতটা সুখী! ২০০৫ সাল থেকে সুখী দেশের তালিকায় আছে নেদারল্যান্ডসের নামটি।


করোনার সংক্রমণ আটকানোর জন্য নেদারল্যান্ডস সরকারের নেওয়া বেশ কিছু পদক্ষেপের কারণে এখন কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা তুলনামূলক হারে কমেছে। সব মিলিয়ে সেখানকার মানুষেরাও সুখী দিন যাপন করছেন।

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় বাংলাদেশের নাম আছে ১০১ নম্বরে। এর আগের জরিপে ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০৭তম। সে হিসেবে বাংলাদেশ র্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়েছে।

-ফোর্বস

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //