বাইডেনের আহ্বানে জলবায়ু সম্মেলনে শি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে চলতি সপ্তাহে ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বুধবার (২১ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে এ কথা বলা হয়েছে। 

আর্থ ডে উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া এই জলবায়ু সম্মেলনে বাইডেন বিশ্বের ৪০টি দেশের নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রয়েছেন।

ভার্চুয়াল এই জলবায়ু সম্মেলনই হবে বাইডেন ক্ষমতায় আসার পর উভয় নেতার প্রথম বৈঠক।

বৈঠকে শি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে বৈঠকে চীনা প্রেসিডেন্টের যোগদানের কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক প্রতিনিধি জন কেরি সাংহাই সফর করেছেন। এ সময়ে উভয় দেশের প্রতিনিধি জলবায়ু বিষয়ে একে অন্যকে সহযোগিতা করার অঙ্গীকার করেছেন।

এর আগে শি গত সপ্তাহে ফ্রান্স ও জার্মানির সঙ্গেও ভার্চুয়াল জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন, কার্বন নিঃসরনে উন্নত দেশগুলোর উদাহরণ তৈরি করা উচিত। একইসঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতা করাও দরকার বলে জানান শি।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //