পরমাণু চুক্তি

ইরানের আন্তরিকতা চায় যুক্তরাষ্ট্র

ভিয়েনায় ইরানের পরমাণু সংক্রান্ত আলোচনায় ‘যথেষ্ট অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এ কথা জানান।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, এখন ইরান আন্তরিক হলে কয়েকদিনের মধ্যে চুক্তিতে পৌঁছানো সম্ভব। ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের করা পরমাণু চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি পুনরুদ্ধারে অস্ট্রিয়ায় সংশ্লিষ্ট দেশগুলো আলোচনা চালাচ্ছে। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, গত সপ্তাহে আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। ইরান আরেকটু আন্তরিকতা দেখালে কয়েকদিনের মধ্যেই চুক্তি পুনরুদ্ধার করা সম্ভব। তারপরও কোনো অঘটন যদি ঘটে যায় তাহলে চুক্তিটি মাটির সাথে মিশে যাবে।

বিশেষজ্ঞদের ধারণা, পরমাণু অস্ত্র তৈরির উপাদান যথেষ্ট পরিমাণে মজুদ করার ব্যাপারে ইরান আর মাত্র কয়েক সপ্তাহ পিছিয়ে আছে। যদিও আসল বিস্ফোরক তৈরি করতে আরো বেশ কয়েকটি জটিল ধাপ বাকি আছে। সূত্র: এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //