আজ বিশ্বমানবতা দিবস

আজ ১৯ আগস্ট, বিশ্বমানবতা দিবস। প্রতি বছরের ১৯ আগস্ট সারাবিশ্বে মানবতা দিবস পালন করা হয়। মানবসেবায় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন দিবসটিতে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এতে তিনি মানবতার কল্যাণে জীবন উৎসর্গকারীদের বিনম্র শ্রদ্ধা জানান।

জাতিসংঘের মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ব্রাজিলের কূটনীতিক সেরগিও ভিয়েরা দ মেলো ২০০৩ সালের ১৯ আগস্ট ২১ জন সহকর্মীকে নিয়ে যুদ্ধবিধ্বস্ত ইরাকের বাগদাদে গিয়েছিলেন। সেখানে বিরূপ পরিস্থিতিতে বোমা হামলায় তারা নিহত হন। তাদের স্মরণে গঠিত হয়েছে সেরগিও ভিয়েরা দ মেলো ফাউন্ডেশন। 

২০০৮ সালে ১৯ আগস্টকে ‘বিশ্ব মানবতা দিবস’ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। পরের বছর ২০০৯ সাল থেকে দিবসটি পালন শুরু হয়।

দিবসটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাণী দিয়েছেন। তিনি বলেন, বিশ্বটাকে আরো সুন্দর করতে মানবিক সহায়তা কার্যক্রম দিন-রাত ধরে চলছে। জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক পরিস্থিতিতে অন্যের ভোগান্তি কমাতে কাজ করছি আমরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //