৬৫ জনকে নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদফতর

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরে ছয়টি পদে মোট ৬৫ জনকে নিয়োগ দেয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

সিনিয়র ইন্সট্রাক্টর (শিশু স্বাস্থ্য), সিনিয়র ইন্সট্রাক্টর (ডেভেলপমেন্টাল থেরাপি), ট্রেনিং কো-অর্ডিনেটর, শিশু স্বাস্থ্য চিকিৎসা, শিশু মনোবিজ্ঞানী ও ডেভেলপমেন্টাল থেরাপিস্ট।

পদসংখ্যা

ছয়টি পদে সর্বমোট ৬৫ জনকে নিয়োগ দেয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস/ শিশু স্বাস্থ্য বিষয়ে ডিসিএইচ/ এমডি/ এফসিপিএস/ ফিজিওথেরাপি/ অকুপেশনাল থেরাপি/ স্পিচথেরাপি/ স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। সিনিয়র ইন্সট্রাক্টর (শিশু স্বাস্থ্য, ডেভেলপমেন্টাল থেরাপি) পদে অনূর্ধ্ব-৩৭ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://hsm.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১২ অক্টোবর ২০২০ সকাল ১০টায় এবং শেষ হবে ১২ নভেম্বর ২০২০ বিকেল ৫টায়।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //