রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা ৫ ডিসেম্বর

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) অধীনে ৭ ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদের নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর ৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর দুপুরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ আসন বিন্যাস প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, ঢাকার ৬৭টি কেন্দ্রে ১ লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন। ৭৭১টি পদের জন্য ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা নেওয়া হবে।

ব্যাংকগুলো হচ্ছে-
১. সোনালী ব্যাংক লিমিটেড- ২৬৪টি
২. জনতা ব্যাংক লিমিটেড- ১৩৯টি
৩. রূপালী ব্যাংক লিমিটেড- ২১১টি
৪. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক- ১১৩টি
৫. বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন- ৮টি
৬. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ- ৩০টি
৭. কর্মসংস্থান ব্যাংক- ৬টি।

এই ৭ ব্যাংকের ৭৭১টি ‘সিনিয়র অফিসার’ পদে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। প্রবেশপত্রে বলা হয়েছে, মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না। প্রার্থীদের দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে। এমনকি বড় বেঞ্চে দু’পাশে দু’জন ও ছোট বেঞ্চে একজনকে বসবে।

সূত্র আরে জানায়, প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী অংশগ্রহণ করতে পারবেন না। মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, প্রবেশপত্রের একাধিক কপি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না।

পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //