মৌখিক পরীক্ষায় ৪০৯ চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ৪০৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে  বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি)।

শুধু মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে এসব চিকিৎসককে বিশেষজ্ঞ চিকিৎসককে (জুনিয়র কনসালট্যান্ট, অ্যানেস্থেসিওলজি) নিয়োগ দেয়া হবে। 

গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) রাতে পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিটি দেখুন এখানে 

১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০। বয়সসীমা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত হতে হবে। আগামী ১৮ জুলাই থেকে অনলাইনের মাধ্যমে শুরু হবে আবেদন প্রক্রিয়া। ওইদিন সকাল ১০টা থেকে এই আবেদন শুরু হয়ে চলবে ২৭ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এর আগে দেশে করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রথম দফায় ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে আরো ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হয়। সারাদেশে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সরকার এই সিদ্ধান্ত নেয়।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //