রাজস্ব বোর্ডের ৩য় ও ৪র্থ শ্রেণীর লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়েছে, এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিসটেন্ট এবং জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের লিখিত পরীক্ষার সূচি বিবিএসের ওয়েবসাইটে (www.bbs.gov.bd) প্রকাশিত হয়েছে। এছাড়া এসএমএসের মাধ্যমে প্রার্থীর মোবাইল নম্বরে পরীক্ষার সূচি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্যান্য পদের পরীক্ষার সূচি যথাসময়ে বিবিএসের ওয়েবসাইটে (www.bbs.gov.bd) প্রকাশ করা হবে।
বিবিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীগণের স্ব-স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার এ লিঙ্ক হতে (bbs.teletalk.com.bd) প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ্য, ২১টি ক্যটাগরির মধ্যে ২টি ক্যাটাগরি অর্থাৎ চেইনম্যান ও অফিস সহায়ক পদের পরীক্ষা ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পরিসংখ্যান ব্যুরো রাজস্ব বোর্ড
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh