অভিজ্ঞতা ছাড়াই এনজিওতে চাকরি

বরাবরের মতো এবারও ইয়াং প্রফেশনাল প্রোগ্রাম শুরু করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই প্রোগ্রামের অধীনে উন্নয়ন ও হিউম্যানিটেরিয়ান সেক্টরে লোকবল নিয়োগ দিতে চায় প্রতিষ্ঠানটি। এক বছর সময়সীমার এই প্রজেক্টের অধীনে আগ্রহী যেকোনো ফ্রেশ গ্রাজুয়েট আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে।

পদের নাম : ইয়াং প্রফেশনাল। 

পদের সংখ্যা : নির্ধারিত না। 

আবেদন যোগ্যতা : প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে। মাল্টিপল সেক্টরে কাজের আগ্রহ থাকতে হবে। কাজের ৩০শতাংশ সময় দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণে আগ্রহ থাকতে হবে।

এনার্জেটিক হতে হবে। চাপ সমলে কাজের আগ্রহ থাকতে হবে। নিত্য নতুন বিষয়ে শেখার আগ্রহ থাকতে হবে।

বিশেষ করে প্রার্থীদের নারী অধিকার, প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, এইচআর অ্যান্ড ওডি, প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং ও সিস্টেম অপারেশন নিয়ে কাজে আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন মাসিক ২০০০০ টাকা।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ : ৫ মার্চ, ২০২২। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //