প্রভাষক নিচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একাধিক বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের নাম: প্রভাষক। 

পদসংখ্যা: ৭। 

বিভাগের নাম ও পদসংখ্যা: জেনেটিকস অ্যান্ড প্লান্ট ব্রিডিং (১টি), হর্টিকালচার (১টি), এনভায়রনমেন্টাল স্যানিটেশন (১টি), ফুড মাইক্রোবায়োলজি (১টি), কমিউনিটি হেলথ অ্যান্ড হাইজিন (১টি), পোস্ট হারভেস্ট টেকনোলজি অ্যান্ড মার্কেটিং (১টি) ও প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি (১টি)।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে হাতে লিখে আবেদন জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম এই লিংক থেকে ডাউনলোড করতে হবে। নির্ধারিত আবেদন ফরম নিজ হাতে লিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ সেট আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে সরাসরি/ ডাকযোগে পাঠাতে হবে। আবেদন ফি জমা দেওয়ার প্রক্রিয়া, যোগ্যতা ও অভিজ্ঞতা, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

আবেদন ফি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুমকি, পটুয়াখালী শিরোনামে রূপালী ব্যাংক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার অনুকূলে (রূপালী ব্যাংকের যেকোনো শাখা থেকে) ৯০০ টাকা ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/ পে-অর্ডারের নম্বর, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করে রসিদ সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

রেজিস্ট্রার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুমকি, পটুয়াখালী।

আবেদনপত্র পাঠানোর শেষ সময়: ১২ জুন ২০২২।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //