বাংলাদেশ ব্যাংকের চাকরির পরীক্ষার সিলেবাস প্রকাশ

বাংলাদেশ ব্যাংকে নবম গ্রেডভুক্ত পদের চলমান নিয়োগ পরীক্ষার পদ্ধতি ও বিষয়ভিত্তিক নম্বর বণ্টন প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সিলেবাস প্রকাশ করা হয়।

এতে সহকারী প্রোগ্রামার, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সহকারী পরিচালক (পরিসংখ্যান), সহকারী পরিচালক (গবেষণা), মেডিকেল অফিসার এবং দশম গ্রেডভুক্ত অফিসার (পুরকৌশল), অফিসার (তড়িৎকৌশল), অফিসার (যন্ত্রকৌশল), অফিসার (এক্স ক্যাডার-গ্রন্থাগার) পদের কথা উল্লেখ করা হয়েছে।

সিলেবাসে যা আছে

১। নবম গ্রেডভুক্ত সহকারী প্রোগ্রামার পদের এমসিকিউ টেস্ট হবে ১০০ নম্বরের। এমসিকিউ টেস্টের সময় ১ ঘণ্টা। এর মধ্যে রয়েছে- সাবজেক্ট রিলেটেড ৭৫ নম্বর, গণিত ১৫ নম্বর ও সাধারণ জ্ঞান ১০ নম্বর।

২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় দুই ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ১৫০ নম্বর, গণিত ২০ নম্বর ও ইংরেজি ভাষা ৩০ নম্বর।

২। নবম গ্রেডভুক্ত সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের এমসিকিউ টেস্ট হবে ১০০ নম্বরের। এমসিকিউ টেস্টের সময় ১ ঘণ্টা। এর মধ্যে রয়েছে-সাবজেক্ট রিলেটেড ৭৫ নম্বর, গণিত ১৫ নম্বর ও সাধারণ জ্ঞান ১০ নম্বর।

২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় ২ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ১৫০ নম্বর, গণিত ২০ নম্বর ও ইংরেজি ভাষা ৩০ নম্বর।

৩। নবম গ্রেডভুক্ত সহকারী পরিচালক (গবেষণা) পদের এমসিকিউ টেস্ট হবে ১০০ নম্বরের এমসিকিউ টেস্টের সময় ১ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ৭৫ নম্বর, গণিত ১৫ নম্বর ও সাধারণ জ্ঞান ১০ নম্বর।

২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় ২ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ১৫০ নম্বর, গণিত ২০ নম্বর ও ইংরেজি ভাষা ৩০ নম্বর।

৪। নবম গ্রেডভুক্ত সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদের এমসিকিউ টেস্ট হবে ১০০ নম্বরের। এমসিকিউ টেস্টের সময় ১ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ৭৫ নম্বর, গণিত ১৫ নম্বর ও সাধারণ জ্ঞান ১০ নম্বর।

২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় ২ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ১৫০ নম্বর, গণিত ২০ নম্বর ও ইংরেজি ভাষা ৩০ নম্বর।

৫। নবম গ্রেডভুক্ত মেডিকেল অফিসার পদের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষার প্রশ্নপত্রের কনটেন্ট ও কনটেন্ট অনুযায়ী নম্বর বিভাজন-বেসিক মেডিকেল নলেজ ৪০ নম্বর, ক্লিনিক্যাল মেডিসিন ৬০ নম্বর, সাবজেক্ট রিলেটেড ৬০ নম্বর, ব্যবহারিক দক্ষতা ও অভিজ্ঞতা ২৫ নম্বর ও সাধারণ জ্ঞান ১৫ নম্বর।

৬। দশম গ্রেডভুক্ত অফিসার (পুরকৌশল) পদের এমসিকিউ টেস্ট হবে ১০০ নম্বরের এমসিকিউ টেস্টের সময় ১ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ৭৫ নম্বর, গণিত ১৫ নম্বর ও সাধারণ জ্ঞান ১০ নম্বর।

২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় ২ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ১৫০ নম্বর, গণিত ২০ নম্বর ও ইংরেজি ভাষা ৩০ নম্বর।

৭। দশম গ্রেডভুক্ত অফিসার (তড়িৎকৌশল) পদের এমসিকিউ টেস্ট হবে ১০০ নম্বরের। এমসিকিউ টেস্টের সময় ১ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ৭৫ নম্বর, গণিত ১৫ নম্বর ও সাধারণ জ্ঞান ১০ নম্বর।

২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় ২ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ১৫০ নম্বর, গণিত ২০ নম্বর ও ইংরেজি ভাষা ৩০ নম্বর।

৮। দশম গ্রেডভুক্ত অফিসার (যন্ত্রকৌশল) পদের এমসিকিউ টেস্ট হবে ১০০ নম্বরের। এমসিকিউ টেস্টের সময় ১ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ৭৫ নম্বর, গণিত ১৫ নম্বর ও সাধারণ জ্ঞান ১০ নম্বর।

২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় ২ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ১৫০ নম্বর, গণিত ২০ নম্বর ও ইংরেজি ভাষা ৩০ নম্বর।

৯। দশম গ্রেডভুক্ত অফিসার (এক্স ক্যাডার-গ্রন্থাগার) পদের প্রার্থীদের ২ ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের কনটেন্ট ও কনটেন্ট অনুযায়ী নম্বর বিভাজন-পার্ট-১-এ এমসিকিউ টাইপ ৬০ নম্বরের পরীক্ষা। এর মধ্যে রয়েছে বাংলাদেশ অ্যাফেয়ার্স ১৫ নম্বর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ১৫ নম্বর, ডেইলি/সাধারণ বিজ্ঞান ১৫ নম্বর ও কম্পিউটার লিটারেসি ১৫ নম্বর।

এছাড়াও ১৪০ নম্বরের লিখিত পরীক্ষা। এর মধ্যে রয়েছে বাংলা ভাষা দক্ষতা ২০ নম্বর, ইংরেজি ভাষা দক্ষতা ২০ নম্বর, বিষয়ভিত্তিক লাইব্রেরি ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস ৫০ নম্বর ও বিষয়ভিত্তিক ডিজিটাল লাইব্রেরি ম্যানেজমেন্ট ৫০ নম্বর।

উল্লেখ্য, ১ থেকে ৮ নম্বর পদের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //