৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দিনে একাধিক চাকরির পরীক্ষা থাকায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ মে। একই দিনে সকাল ও বিকেলে অন্য আরও সাতটি সরকারি প্রতিষ্ঠান চাকরির পরীক্ষার সূচি প্রকাশ করে প্রার্থীদের প্রবেশপত্র দিয়েছে।
৪৫তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। দেশের আট বিভাগ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এ পরীক্ষা আগামী শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
একই দিনে সমবায় অধিদপ্তরের চারটি পদের পরীক্ষা রয়েছে । পদগুলো হলো—পরিদর্শক, প্রশিক্ষক, মহিলা পরিদর্শক, ফিল্ড ইনভেস্টিগেটর। ওই দিন বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিস সহায়ক পদের এমসিকিউ পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৯ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থী ২ হাজার ৬৩ জন।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের কম্পিউটার অপারেটর পদে এমসিকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ১৯ মে সকাল সাড়ে ৯টা থেকে শুরু, পরীক্ষার্থী ১১২ জন।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) সায়েন্টিফিক অফিসার ও রিসার্চ কেমিস্ট পদে লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ মে বেলা ১১টা থেকে। বিসিএসআইআর উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষায় অংশ নেবেন ২১৫ জন। তবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সচিব শাহ্ আবদুল তারিক গণমাধ্যমকে বলেন, ‘১৯ মে আমাদের যে দুটি পদের পরীক্ষা ছিল, সেগুলোর তারিখ পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যে নোটিশও প্রস্তুত করা হয়েছে। ১৯ মের পরিবর্তে পরের শুক্রবার (২৬ মে) পরীক্ষা নেওয়া হবে।’
এদিকে, বন অধিদপ্তর ঢাকা বিভাগের ফরেস্ট গার্ড (বনপ্রহরী) ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা ১৯ মে বেলা তিনটা থেকে রাজধানীর দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অফিস সহায়ক পদের পরীক্ষা ১৯ মে অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের চাকরির পরীক্ষা ১৯ মে বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
একই দিনে একাধিক প্রতিষ্ঠানের পরীক্ষার সূচি প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh