৪০তম বিসিএস: ঈদের পর নন-ক্যাডার নিয়োগের সুপারিশ

নন-ক্যাডারে নিয়োগের বিধি গেজেট প্রকাশের মধ্য দিয়ে অবশেষে ৪০তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে ।

তবে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে আবেদন গ্রহণসহ বেশ কিছু কাজ বাকি থাকায় নিয়োগ সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন হবে। ফলে প্রার্থীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র জানিয়েছে, অল্প সময়ের মধ্যে নন-ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে। এরপর প্রার্থীদের কাছ থেকে আবেদনগ্রহণ করা হবে। প্রার্থীদের আবেদন করতে ১০ দিনের মতো সময় দেওয়া হবে। সেই আবেদন যাচাই-বাছাই করে নিয়োগের সুপারিশ করা হবে।

ওই সূত্র আরও জানায়, পিএসসি দ্রুত সময়ের মধ্যে ৪০তম বিসিএসে উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করতে চায়। তবে আবেদনের পর প্রার্থীদের পছন্দ অনুযায়ী সুপারিশ করার কাজে বেশ সময় প্রয়োজন হবে। এর ফলে ঈদের আগে এই নিয়োগ সম্পন্ন করা সম্ভব হবে না। ঈদের পর জুলাই মাসের শেষ দিকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, ৪০তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগের অনেক কাজ আমরা গুছিয়ে রেখেছি। আমরা প্রার্থীদের ১০ দিনের মতো সময় দেব। তারা তাঁদের পছন্দের পদ নির্বাচন করতে পারবেন। এরপর দ্রুততম সময়ের মধ্যে আমরা নিয়োগের সুপারিশ করব।

কবে নাগাদ প্রার্থীদের নিয়োগের সুপারিশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা তাদের নিয়োগের বিষয়ে অত্যন্ত আন্তরিক ও তৎপর। আমরা এখনও নোটিশ জারি করতে পারিনি। আবেদনের ক্ষেত্রে ১০ দিন সময় দেওয়া হলে এটি ঈদের পর চলে যাব। কবে সুপারিশ করতে পারব সেটি বলা না গেলেও দ্রুত সময়ের মধ্যে নিয়োগের সুপারিশ করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, নন-ক্যাডারে নিয়োগের জন্য সাড়ে ৪ হাজারের বেশি পদ ফাঁকা রয়েছে। এছাড়া আরও কিছু পদ যুক্ত হওয়ার কথা রয়েছে। এই পদগুলো যুক্ত হলে ৪০তম বিসিএসের মাধ্যমে নন-ক্যাডারে প্রায় ৫ হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //