৪১তম বিসিএস: নন–ক্যাডারে ৮ হাজারের বেশি আবেদন

৪১তম বিসিএসে নন–ক্যাডার মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল পর্যন্ত আবেদন করেছেন আট হাজারের বেশি প্রার্থী। এ চাকরিতে আবেদনের সময় শেষ হচ্ছে আজ রাত ১১টা ৫৯ মিনিটে। পাওয়ার তালিকায় আছেন ৯ হাজার ৮২১ প্রার্থী। আর পদ আছে ৪ হাজার ৫৩টি। 

এই বিসিএসের নন–ক্যাডার তালিকায় আছেন ৯ হাজার ৮২১ প্রার্থী। আর পদ আছে ৪ হাজার ৫৩টি। গণমাধ্যম থেকে যোগাযোগ করা হলে পিএসসি এসব তথ্য জানায়।

জানতে চাইলে পিএসসির জানায়, আজ বেলা ১১টা পর্যন্ত আবেদন করেছেন আট হাজারের বেশি। হয়তো এ সংখ্যা কিছুটা বাড়বে।

 ৪১তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিসে সুপারিশ করা সম্ভব হয়নি—এমন প্রার্থীদের মধ্যে যাঁরা নন-ক্যাডার পদের চাকরিতে আগ্রহী, তাঁদের কাছ থেকে অনলাইনে আবেদন চায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪১তম বিসিএসে নন-ক্যাডারে মোট নিয়োগ পাবেন ৪ হাজার ৫৩ জন।

গত ৬ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। পেশাগত ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি। এ ছাড়া নন-ক্যাডারে ৯ হাজার ৮২১ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //