প্রাথমিকের শিক্ষক বদলিতে শূন্যপদ সংরক্ষণের নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির ক্ষেত্রে শূন্যপদ সংরক্ষণ করে বদলির নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩ এর অনুচ্ছেদ ১.১ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/প্রধান শিক্ষকদের (চলতি দায়িত্ব ব্যতীত) ৩০ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত একই উপজেলা/থানার মধ্যে (আন্তঃউপজেলা/থানা) এবং ১৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আন্তঃউপজেলা/থানায় বদলি কার্যক্রম শুরুর অনুমতি নির্দেশক্রমে দেওয়া হলো।

তবে সহকারী শিক্ষকদের আন্তঃউপজেলা/থানা বদলির ক্ষেত্রে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩’ এর মাধ্যমে নতুন নিয়োগের জন্য প্রয়োজনীয় সংখ্যক শূন্যপদ সংরক্ষণ করতে হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //