সাম্প্রতিক বছরগুলোতে নানা কাজে অনলাইনকে ব্যবহার করে জীবনযাত্রাকে অনেক সহজ করে ফেলেছি আমরা। তাই অনলাইনে কাজের পরিধি বেড়েই চলেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন চাকরির সাক্ষাৎকারও হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে। কিন্তু অনেকেই অনলাইন ইন্টারভিউকে ঠিক ততটা গুরুত্ব না দেওয়ার কারণে পড়ছেন নানা বিব্রতকর পরিস্থিতিতে।
ঘটনা ১
ঘড়ির কাঁটায় সকাল ১০টা বেজে ১০ মিনিট। নজরুল (ছদ্মনাম) ল্যাপটপ সামনে নিয়ে অনলাইনে ইন্টারভিউ দিতে বসেছেন। যেহেতু ক্যামেরায় তো আর নিচের অংশ দেখা যাবে না, এই ভেবে লুঙ্গির উপরেই শার্ট-টাই পরেছেন তিনি। শুরু হয়েছে ইন্টারভিউ, কিন্তু ঘরের সিলিং ফ্যানের শব্দে ইন্টারভিউয়াররা নজরুলের কথা স্পষ্টভাবে শুনতে পারছেন না। তাড়াহুড়া করে তিনি উঠে দাঁড়ালেন ফ্যান বন্ধ করতে। এতেই ঘটল বিপত্তি। উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ইন্টারভিউয়ারদের সামনে ধরা পড়ল লুঙ্গির উপরে শার্ট-টাই পরার দৃশ্য।
ঘটনা ২
চশমা মানুষের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করলেও এই চশমা কাল হয়ে দাঁড়াল সেলিম মাহমুদের (ছদ্মনাম) জীবনে। চশমা ছাড়া তিনি স্পষ্ট দেখতে পান না। তাই চশমা পরেই বসেছিলেন অনলাইনে ইন্টারভিউ দিতে। ইন্টারভিউয়াররা প্রশ্ন শুরু করেছেন। এর মধ্যে কিছু প্রশ্নের উত্তর তার জানা নেই। তিনি দ্রুত গুগলে খুঁজতে শুরু করেন না পারা প্রশ্নের উত্তরগুলো। কিন্তু তিনি এটা বুঝতে পারেননি যে, তার সকল কার্যক্রম চশমার গ্লাসে দেখতে পাচ্ছেন ইন্টারভিউয়াররা।
মনের অজান্তে এ রকম বিভিন্ন বিব্রতকর ঘটনার সম্মুখীন হচ্ছেন চাকরিপ্রার্থীরা। দিনের পর দিন নিজেকে প্রস্তুত করতে হয় নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট এবং পরিবর্তনের মাধ্যমে। তবে উপরে উল্লেখিত এমনই সব ছোট ছোট ভুলে সব প্রস্তুতি যায় ভেস্তে।
তাই অনলাইন ইন্টারভিউতে একটি ইতিবাচক ছাপ তৈরির জন্য আপনি নিচের কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে পারেন-
ক) অনলাইন ইন্টারভিউ ইন্টারনেট এবং প্রযুক্তিনির্ভর। তাই আগে থেকেই আপনার ল্যাপটপ, ডেস্কটপ বা ফোন, যে ডিভাইস দিয়ে অনলাইনে ইন্টারভিউ দেবেন, তা চেক করে নিন যে, ডিভাইসের অডিও বা ভিডিও ঠিক আছে কিনা। আপনার ডিভাইসে যদি ইন্টারভিউ দেওয়ার অ্যাপ যেমন-জুম, গুগল, মিট ইত্যাদি না থাকে, তবে তা ডাউনলোড করে নিন। অবশ্যই ইন্টারনেট কানেকশন কোয়ালিটি চেক করতে হবে। পাশাপাশি নেট প্যাক কিনে রাখবেন যেন ইলেক্ট্রিসিটি চলে গেলে কোনো সমস্যায় পড়তে না হয়।
খ) বাসায় বসে অনলাইনে ইন্টারভিউ হওয়ায় অনেকেই পোশাক নির্বাচনের ক্ষেত্রে উদাসীন হয়ে পড়েন। তবে এমনটা করা যাবে না। পোশাক-আশাকের প্রতি যত্নবান হতে হবে। অফলাইন বা অনলাইন উভয় ক্ষেত্রেই পেশাদারত্বের সঙ্গে মানানসই পোশাকের কোনো বিকল্প নেই। তাই পরিপাটি হয়ে আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলুন অনলাইনেও।
গ) ইন্টারভিউ দেওয়ার সময় একটি শান্ত ও আলোকিত ঘর বেছে নিন। অনলাইন ইন্টারভিউ দেওয়ার সময় আকস্মিক শব্দ ও কোলাহলের আশঙ্কা থাকে। আবার আলোর অপ্রতুলতা বা অধিক আলোর কারণে ইন্টারভিউয়ার আপনাকে স্পষ্টভাবে নাও দেখতে পারেন। তাই এমন স্থানে বসে ইন্টারভিউ দেবেন যেন ইন্টারভিউয়ার আপনাকে স্পষ্টভাবে দেখতে ও শুনতে পান।
ঘ) সম্ভব হলে ইন্টারভিউয়ের আগেই কারও সঙ্গে নমুনা ট্রায়াল দিতে পারেন। এতে নিজের ভুলত্রুটি শনাক্ত করতে পারবেন। ভিডিওর অপর প্রান্তে আপনার অভিব্যক্তি কেমন, দুই প্রান্তে শব্দ কেমন শোনাচ্ছে, ডিভাইসের কারিগরি ত্রুটি-সব কিছু আগে থেকেই জানা যাবে।
ঙ) অনলাইন ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে সব সময় সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন, মেসেঞ্জার বন্ধ করে রাখবেন। বিশেষভাবে আপনার ব্যক্তিগত মোবাইল ফোনটি মিউট বা বন্ধ করতে ভুলে যাবেন না। এতে করে আপনি শান্ত মনে ইন্টারভিউ শেষ করতে পারবেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ইন্টারভিউ অনলাইন ইন্টারভিউ চাকরি
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh