অফিসের সাজপোশাকে পুরুষেরা যে ভুল করে

পোশাক ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। আপনি কেমন তা আপনার পোশাকই জানিয়ে দেয়। আর পুরুষও এখন ফ্যাশনের ব্যাপারে বেশ উৎসাহী। অফিস বা উৎসব-অনুষ্ঠানে পাল্লা দিয়ে ছেলেরাও এখন সাজছেন। 

তবে অফিসে যাওয়ার সময়ে কোনো রকমে জামাকাপড় গলিয়ে চলে যাওয়ার অভ্যাস অনেক ছেলেরই আছে। কোন শার্টের সঙ্গে কেমন প্যান্ট পরবেন, কেমন জুতা পরবেন, সে বিষয়ে ধারণা থাকতে হবে। অফিসে যাওয়ার সময়ে বিশেষ মনোযোগ দিতে হবে। তবে ছেলেরা সাজপোশাকে সাধারণত যে ভুলগুলো করেন।

শার্টের ক্ষেত্রে এক রঙের শার্ট সবচেয়ে ভালো। তবে উজ্জ্বল রং এড়িয়ে চলুন। হালকা রং যেমন- সাদা, অফ হোয়াইট, আকাশি, সবুজ, ধূসর, হালকা গোলাপি, বাদামির মতো রংগুলো বেছে নিতে পারেন।

হাফহাতা শার্টের সঙ্গে টাই একেবারেই বেমানান- এই ধারণা অনেকেরই নেই। এমন ভুল একেবারই করবেন না।

টি-শার্ট খুবই আরামদায়ক পোশাক, কিন্তু অফিসের জন্য একেবারেই মানানসই নয়। অফিসে ফুলহাতা বা হাফহাতা ফরমাল শার্ট পরাই উচিত। বড় প্রিন্ট, নকশা করা, জরির কাজের শার্ট অফিসে না পরাই ভালো।

জুতা ও বেল্টের রঙেও সামঞ্জস্য থাকা ভালো। যে রঙের বেল্ট, সেই রঙেরই জুতা পরার চেষ্টা করুন। এক রঙের বেল্টের সঙ্গে অন্য রঙের জুতা পরে বেরিয়ে পড়েন অনেকেই। 

ঢোলা শার্ট বা ব্লেজার অফিসের জন্য বেমানান। ঢোলা বা ব্যাগি শার্ট যেকোনো পার্টি বা অনুষ্ঠানে পরতে পারেন, কিন্তু অফিসে নয়। বড় মাপের ব্লেজারও দেখতে ভালো লাগে না। ব্লেজার পরতেই হলে সঠিক মাপের কিনুন। 

এমন পোশাকও পরবেন না, যা শরীরের সঙ্গে এঁটে থাকে। পোশাকের ফিটিং খুব বড় বিষয়। শরীরের সঙ্গে যদি পোশাকের ফিটিং মানানসই না হয়, তবে দেখতে ভালো লাগে না।

ফুলহাতা শার্টের হাতা গুটিয়ে পরতে বেশ পছন্দ করেন পুরুষেরা। তবে গোটানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে হাতা দুটি যেন সমানভাবে গোটানো হয়। 

যে ধরনের পোশাক পরবেন, সেই অনুযায়ী জুতা পরা উচিত। শার্ট-প্যান্টের সঙ্গে চটি বা স্পোর্টস সু পরে অফিসে যাওয়া উচিত নয়। জুতা যেন পরিষ্কার এবং এতে খুব বেশি কারুকাজ না থাকে, সেদিকে অবশ্যই লক্ষ রাখুন।

ফরমাল পোশাকের জুতার সঙ্গে অবশ্যই মোজা থাকতে হবে। জুতার সঙ্গে মানানসই মোজার রং বেছে নিতে হবে। এ ক্ষেত্রে এক কালার যেমন- নীল, কালো, ধূসর, খয়েরি মোজা সবচেয়ে ভালো।

সুগন্ধি বাছাইয়ের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। পোশাক পরার আগে বডি স্প্রে বা রোল অন ডিওডোর্যান্ট লাগান। পোশাকের উপরেও সুগন্ধি ব্যবহার করুন।

অফিসের পোশাকের অন্যতম অনুষঙ্গ ঘড়ি। তবে ছিমছাম নকশার ঘড়ি ব্যবহার করুন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh