রাজধানীর শেওড়াপাড়া ও রামপুরা থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজি প্রেসের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে সিআইডি।
গ্রেপ্তারকৃত দুই জন হলেন- বিজি প্রেসের পোটার মো. মজনু মিয়া (৫৯) ও বাইন্ডার মো. আকরাম হোসেন (৪৭)।
আজ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিসিএস প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডির একটি দল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন ছাপাখানা বিজি প্রেস থেকে প্রশ্ন সরবরাহের বিষয়টি স্বীকার করেছিলেন প্রতিষ্ঠানটির গ্রেপ্তারকৃত বাইন্ডার আকরাম হোসেন এবং পোর্টার মজনু মিয়া।
জানতে চাইলে আকরাম হোসেন বলেন, ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমি আর মজনু একসাথে কাজ করতাম এবং সকল পরীক্ষার প্রশ্ন বের করতাম। ২০১৮ সালোর পর থেকে আমি এ কাজ থেকে সরে আসলেও মজনু এটি চালিয়ে যায়।
আর মজনু মিয়া বলছেন, এমডি মিজান আমাকে টাকার লোভ দেখিয়ে কাজগুলো করিয়েছে। প্রতিটি প্রশ্ন বের করার বিনিময়ে তিনি আমাকে ২ থেকে ৫ লাখ টাকা দিতেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh