নিজেকে বলিভিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা সিনেটরের

বলিভিয়ায় বিরোধী দলের সিনেটর জানিন আনেজ নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। 

বিক্ষোভের মুখে বলিভিয়ার প্রেসিডেন্টের পদ থেকে ইভো মোরালেস সরে দাঁড়ানোর পর দেশটির পার্লামেন্টে এ ঘোষণা দেন জানিন। 

পার্লামেন্টের ওই অধিবেশন বর্জন করেন মোরালেসের দলের আইনপ্রণেতারা। অর্থাৎ, আনেজ যখন নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন, তখন পার্লামেন্টে কোরাম ছিল না।

এদিকে মোরালেস সম্প্রতি তার দেশে ঘটে যাওয়া পরিস্থিতিকে ‘ইতিহাসের সবচেয়ে গোপন ও চাতুর্যপূর্ণ অভ্যুত্থান’ হিসেবে বর্ণনা করে মঙ্গলবার এর নিন্দা জানিয়েছেন।

মোরালেসের পদত্যাগের পর ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্থিয়া, সিনেটের নেতা আদ্রিয়ানা সালভাতিয়ারা ও হাউস অব ডেপুটিসের নেতা ভিক্টর বোর্দা পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদের জন্য তিনিই সামনে আছেন বলে কংগ্রেসে দাবি করেন বিরোধীদলীয় সিনেটর আনেজ।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী পরবর্তী ব্যক্তি হিসেবে তিনিই প্রেসিডেন্টের দায়িত্বে থাকতে পারেন। শিগগিরই তিনি নির্বাচনের ঘোষণা দেবেন।

নির্বাচনে অনিয়মের অভিযোগে বলিভিয়ায় গত তিন সপ্তাহ ধরে সহিংস বিক্ষোভ চলছিল। এর প্রেক্ষাপটে সেনাবাহিনী ও পুলিশ তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়ার পর রবিবার মোরালেস টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন।- এএফপি ও বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //