ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬২

ইকুয়েডরে জনাকীর্ণ কারাগার ব্যবস্থাপনায় তিনটি জেলখানায় দলগত দ্বন্দ্বের কারণে ছড়িয়ে পড়া দাঙ্গায় অন্তত ৬২ জন নিহত ও আরো অনেক আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

দাঙ্গা নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যাপক অভিযান শুরু করায় ইকুয়েডরের পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী গুয়াইয়াকুইলে কারাগারের বাইরে সংবাদের জন্য উদগ্রিবভাবে অপেক্ষমান পরিবারের সদস্যরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এ কারাগারের কর্মকর্তারা সেখানে দাঙ্গায় ২১ জনের নিহত হওয়ার কথা জানান।

সরকারের এসএনএআই কারাগার ব্যবস্থাপনা কমিটির পরিচালক ইদমুন্দো মনকায়ো জানান, দক্ষিণ আমেরিকার এ দেশটির দক্ষিণাঞ্চলীয় কুয়েনকা কারাগারে দাঙ্গায় আরো ৩৩ জন ও মধ্যাঞ্চলের লতাকুনগায় আটজন নিহত হয়।

গুয়াইয়াকুইল কারাগারের বাইরে অপেক্ষা করা প্রায় ৪০ জন নারীর একজন ড্যানিয়েল সোরিয়া বলেন, আমরা চাই আমাদেরকে নিহতদের তালিকা দেয়া হোক। এসব নারীর অনেকেই কাঁদছিলেন।

এদিকে টুইটারে দেয়া এক বার্তায় ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো দেশের বিভিন্ন কারাগারে একই সময়ে সহিংস কর্মকাণ্ড চালাতে ইন্ধন যোগানো অপরাধী চক্রকে চিহিৃত করতে বলেছেন। তিনি বলেন, কর্তৃপক্ষ দাঙ্গা নিয়ন্ত্রণে কাজ করছে।

পরিস্থিতি শান্ত করতে পুলিশকে সহায়তার জন্য সেনা মোতায়েন করা হয়েছে। -এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //