ব্রাজিলে প্রেসিডেন্ট বলসনারোর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

ব্রাজিলে করোনাভাইরাস মহামারি মোকাবিলা নিয়ে প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে হাজার হাজার লোকের বিক্ষোভ আরো একদিনে গড়াল।

রাজধানী রিও ডি জেনিরোর কেন্দ্রস্থলে প্রায় ১০ হাজার লোক মাস্ক পরে রাস্তায় বিক্ষোভ করছিল। তারা ‘বলসনারো গণহত্যা’ কিংবা ‘বলসো ভাইরাস দূর হও’ বলে শ্লোগান দিচ্ছিল।

ব্রাজিলের ১৬টি শহরেই একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত এক মাস আগে শুরু হওয়া এ ধরনের এটি সবশেষ বিক্ষোভ সমাবেশ।

ব্রাজিলে করোনা ভাইরাসে এ পর্যন্ত ৪ লাখ ৬১ হাজারেরও বেশি লোক মারা গেছে। চলতি মহামারিতে মৃত্যুর সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল আর শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ভারতের পর তৃতীয় স্থানে আছে। 

মহামারি শুরুর পর ডানপন্থী বলসনারো একে খুবই ‘ক্ষুদ্র ফ্লু’ বলে উড়িয়ে দিয়েছিলেন। ধীরে ধীরে মৃত্যু বাড়তে থাকার পরও তিনি ঘরে থাকা কিংবা মাস্ক পরার মতো পদক্ষেপগুলো নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

গতকাল শনিবারের (২৯ মে) সমাবেশের মূল থিম ছিল কিভাবে কতলোকের জীবন রক্ষা করা যায়। যদিও বলসনারো সরকার টিকা কর্যক্রম শুরু করেছে। তবে এ কার্যক্রমের গতি খুব ধীর। এ প্রেক্ষিতে বিক্ষোভকারীরা সমাবেশে এ সরকারকে অভিসংশন করার দাবি তুলেছেন। কেউ কেউ তাকে খুনী বলে উল্লেখ করেছেন।

রাজধানী ব্রাসিলিয়া ও রিও ডি জেনিইরোতে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও উত্তরপূর্বাঞ্চলীয় শহর হেসিফিতে পুলিশ কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে।

এছাড়া সমাবেশকারীরা আমাজনের বন ধ্বংসের অনুমোদন ও ভূমি দখলের জন্যও তাকে অভিযুক্ত করেন।

এদিকে ডাটাফোলহা পরিচালিত এক জরিপে দেখা গেছে , বলসনারোর জনপ্রিয়তা রেকর্ড ২৪ শতাংশে নেমে এসেছে। জরিপে অংশ নেয়া ৪৯ শতাংশ তাকে সরিয়ে দেয়ার পক্ষে মত দিয়েছে। কিন্তু ৪৬ শতাংশ এ বিষয়ের বিরোধিতা করেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //