কারাগারে চাপ কমাতে বন্দি মুক্তি দেবে ইকুয়েডর

কারাগারের ওপর চাপ কমাতে ছোটখাটো অপরাধে আটক বন্দিদের মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে ইকুয়েডর। প্রেসিডেন্ট গিলেরমো লাসোর দফতর থেকে জানানো হয়েছে, সাধারণ ট্রাফিক অপরাধে বন্দি এবং অসুস্থ বন্দিদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

গত কয়েক মাসে ইকুয়েডরের কারাগারগুলোতে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে। মাদক পাচারকারী চক্রগুলোর মধ্যে এসব সহিংসতায় অনেক বন্দি নিহত হয়েছে।

সহিংসতা ছাড়াও ইকুয়েডরের কারাগারগুলোতে ধারণক্ষমতার ৩০ শতাংশের বেশি বন্দি রয়েছে। ইকুয়েডরের সব কারাগারে মোট কয়েদি ধারণ ক্ষমতা ৩৯ লাখ।

সোমবার রাতে ঘোষণা করা সাধারণ ক্ষমার আওতায় কতো বন্দি আসছে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়, গুরুতর নয়- এমন অপরাধে সাজাপ্রাপ্ত কয়েদিদেরই ক্ষমা করেছেন প্রেসিডেন্ট। পাশাপাশি, যারা তাদের অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতিপত্রেও স্বাক্ষর করতে হচ্ছে মুক্তিপ্রাপ্ত কয়েদিদের।

এছাড়া ইকুয়েডরে বন্দি থাকা ১৭০ জন কলম্বিয়ার নাগরিককে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //